আদমদীঘিতে পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস এ্যাম্পুলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের তাঁরাপুর গ্রামের রেজাউলের ছেলে সবুজ (২৬) ও ইয়ার্ড কলোনী মহল্লার মৃত আজিজের ছেলে মিজানুর রহমান মিজু (৩০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল মফকর মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৮)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে সবুজের কাছে থেকে ৪০০ গ্রাম গাঁজা ও মিজানুর রহমান মিজুর কাছে থেকে ২৫ পিস এ্যাম্পুল ইনজেকশন এবং আনোয়ার হোসেনের কাছে থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর ওই তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।