বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

ডিসির দেওয়া হুইল চেয়ার পেয়েখুশি শারীরিক প্রতিবন্ধী রানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৩৩


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :


বগুড়ার আদমদীঘিতে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভা শেষে জীতেন কুমার দাস রানা নামের দরিদ্র এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইল চেয়ার দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে ডিসি মো. সাইফুল ইসলামের কাছ থেকে হুইল চেয়ার পেয়ে বেজাই খুশি রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, প্রকৌশলী রিপন কুমার, পিআইও কাওসারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ডিসির দেওয়া হুইল চেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী জীতেন কুমার দাস রানা জানান, ‘তিনি উপজেলার কেশরতা গ্রামের বাসিন্দা। ডিস সংযোগ প্রদানের কাজ করে তার সংসার চলতো। গত ২০২৭ সালে ১৩ নভেম্বর উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় প্রতিভা ক্লিনিকের সামনে একটি খুঁিটতে উঠে সংযোগের কাজ করার সময় মই থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে কোমড়ে প্রচন্ড আঘাত পান। স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চিকিৎসা করানো হলেও তিনি আর স্বাভাবিকভাবে দাঁড়াতে পারেন নি। এরপর দরিদ্র শারীরিক প্রতিবন্ধী এই যুবকের কপালে একটি হুইল চেয়ারও জোটেনি। তিনি আরো বলেন, হুইল চেয়ার কেনার তার সামর্থ্য নেই। হুইল চেয়ার পেয়ে খুবই খুশি হয়েছেন।’
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, স্থানিয় ইউপি সদস্য ফজলুল হক ফজলুর কাছে শারীরিক প্রতিবন্ধী রানার বিষয়টি জানতে পারি। বিষয়টি ডিসি স্যারকে জানানোর পর এই আয়োজনে তিনি তাকে (রানা) একটি হুইল চেয়ার প্রদান করেন। রানা এখন থেকে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে পারবেন।

একাত্তরের দেশ

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com