আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের লক্ষে বগুড়ার আদমদীঘিতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউিনিটি সেন্টারে উপজেলা ও সান্তাহার পৌর বিএনপি যৌথ আয়োজনে সভাটি করেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হীরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, সাধারন সম্পাদক এস.এম আকতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারন সম্পাদক জাহিদ, আবিদ, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, স্বেচ্ছাসেবকদল নেতা মানিক হোসেন, আব্দুর রাজ্জাক ও ছাব্বির হোসেন লিয়ন প্রমূখ।
সভায় প্রধান অতথি তার বক্তব্যে বলেন, যদি এই নির্বাচনে কারো উপস্থিতি দেখা যায় তাহলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হবে। সেই সাথে আওয়ামী সরকারের উপজেলা নির্বাচন বর্জন করতে সকল কর্মকান্ডে অংশ নিতে নেতা-কর্মীদের আহবান জানানো হয়েছে।