কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেছে বাস শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী সমস্ত বাস চলাচল বন্ধ রেখে ও মহাসড়কে ট্যায়ার জ্বালিয়ে এ কর্মসুচি তারা পালন করে। এতে করে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারন যাত্রীদের। পরে খবর পেয়ে থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করে।
সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার প্রধান বাসস্ট্যান্ড ভুরঘাটা-মজিদ বাড়ি থেকে মাদারীপুর সদরে যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত ইজিবাইক ও ভ্যান চলাচল করে আসছে। এতে করে বাসে যাত্রী সংকট দেখা দিয়েছে। অপরদিকে মহাসড়ক দিয়ে ইজিবাইক ও ভ্যান চলাচল করার কারনে ঘটছে দুর্ঘটনা। এ মহাসড়ক দিয়ে ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধের দাবিতে ক্ষোভে ফুসে ওঠে বাস শ্রমিকরা। পরে বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে সড়কে বেড়িগেট দিয়ে ধর্মঘট পালন করে। এতে করে সড়কে সমস্ত প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাদুর্ভোগে পরতে হয়েছে যাত্রীদের।
এ বিষয় পথচারী ও দুরবর্তী যাত্রী আজিম, ছালাম ও পারভেজসহ বেশ কয়েকজন জানান, শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন