আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির দরিয়াপুর গ্রামে একই রাতে তিনটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি গেছে। গত মঙ্গলবার (১৪ মে) ভোরে উপজেলার দড়িয়াপুর গ্রামের মাঠ থেকে গভীর নলকুপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসে একটি অভিযোগ দায়ের করেন।
উপজেলার দড়িয়াপুর গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা শুরু হওয়ায় মাঠের বিভিন্ন স্থান ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। চোরেরা মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমার চুরি করে উপরের বাক্স (কাভার) ফেলে রেখে গেছে। তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় লাক্ষাধীক টাকার ক্ষতির মুখে পড়েছেন নলকুপের মালিকরা। বিষয়টি জানার পর ভুক্তভোগীরা রাণীনগর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করেন এবং সেখানে একটি লিখিত অভিযোগ করেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
পল্লী বিদ্যুতের রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আকিয়াব হোসেন জানান, দড়িয়াপুর গ্রামটি আদমদীঘি উপজেলার মধ্যে হলেও বৈদ্যুতিক এলাকা তাদের আওতায়। কৃষকের সুবিধার্থে বিষয়টি দেখা হবে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি কেউ তাদের জানান নি। তারপরও তিনি বিষয়টি দেখবেন।
একাত্তরের দেশ