বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধার দিক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উম্মে ইমামা বানিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম. সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখার সিনিয়র কর্মকর্তা বশির হাওাদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আঃ রব খাঁন, সংসার জীবনে বিশেষ অবদান ও সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য জয়ীতা হিসেবে সুনিতা হাজরা, মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আইয়ুব আলী মোল্লা এবং প্রবাসী কাওছার মিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মতবিনিময় সভায় সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাগধা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইউপি সদস্যবৃন্দ, প্রবাসীগণ, বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
একাত্তরের দেশ