মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেআগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে প্রার্থী হয়েছে ১৩ জন

স্বপন দাস, আগৈলঝাড়া, বরিশাল।
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৫৭

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য মনোনয়পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মোট ১৩ জন প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ,
নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার এবং বাকাল ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক মহিলা সম্পদিকা রিপা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারর্নিং অফিসার বাসুদেব সরকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থীদের দাখিল করা মনোনয়পত্র যাচাই-বাছাই ৫ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com