মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক হারুণ ঢালী (৪০)। এ নিয়ে এই ঘটনায় মারা গেলে দুইজন। নিহত হারুণ ঢালী উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে। এর আগে এই ঘটনায় নিহত আরেক কৃষক মোদাচ্ছের শিকদারের (৪৫) বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।
স্থানীয়রা জানায়, গত ২৬ মার্চ দুপুরে কালকিনির নতুন চর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে কয়েকজন বসে হাতাবোমা বানাচ্ছিল। এ সময় একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে এক কৃষকের মৃত্যু হয় এবং আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী আরো দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে কালকিনি থানা পুলিশ।
পরে আহত দুইজনকে ভর্তি করা হয় রাজধানী ঢাকা মেডিকেলে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হারুণ ঢালী নামে আরেকজন কৃষক। ঢাকা মেডিকেল থেকে একজন জানান, নিহত হারুণ ঢালীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে। তিনি রাত ৯টার দিকে মারা যায় তিনি। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বোমার আঘাতের পোড়া চিহ্ন রয়েছে।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হারুণ ঢালী মারা যাবার খবর লোকমুখে শোনা যাচ্ছে। এর আগেও এই ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।
একাত্তরের দেশ