মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী এবং তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু আহত হয়েছে। গত ২৬ মার্ মঙ্গলবার ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলেছ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেলাগাড়ি চালক ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), বড় মেয়ে সামিয়া (১৬), মেজ মেয়ে সাবিনা (১৩), ছেলে সায়েম উদ্দিন (৮)। আহত হয়েছেন আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। আর ওই ঘরের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইন গেছে। সেহরির পরে ঝড়-বৃষ্টিতের বিদ্যুতের তার ছিড়ে ঘরের চালে পড়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের এসে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু তার আগেই ঘরে থাকা ফয়জুর রহমান, স্ত্রী শিরিন বেগম, বড় মেয়ে সামিয়া, মেজ মেয়ে সাবিনা ও ছেলে সায়েম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরেক মেয়ে সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নিশিকান্ত হাজং এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তরের দেশ