যথাযোগ্য মর্যাদায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর মহিলা দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সান্তাহার স্বাধীনতা মঞ্চে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সান্তাহার পৌর মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোছা: নাজনীন পারভীন রীনা, সাংগঠনিক সম্পাদক রিনি বেগম, সহ সভাপতি মোছা: মমতাজ বেগম, সহ সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা: রুমী আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: ফারহানা নাসরিন, প্রচার সম্পাদক মোছা: আসমানী, দপ্তর সম্পাদক মোছা: সেলিনা বেগম প্রমুখ।
একাত্তরের দেশ