বগুড়ার আদমদীঘিতে দেড়শ পিস ট্যাপেটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলাে- উপজেলার ডহরপুর গ্রামের মােজাফ্ফর হােসেনের ছেলে রাতুল হাসান লিমন (২১) ও নাটারর বড়াইগ্রামর জামাইদিঘী গ্রামের তসলিমের ছেলে তরিকুল ইসলাম (৩৭)।
শনিবার তাদর বিরুদ্ধে থানায় একটি মাদক আইন মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানা হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি ব্রিজ এলাকায় আশা এটারপ্রাইজর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, চার মাদক কারবারি নিজ হেফাজত রেখে ট্যাপেটাডল ট্যাবলেট বিক্রির উদ্দশ্য দাঁড়িয়ে ছিলাে। গােপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফাের্স নিয়ে সেখান অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তারসহ ১৫০ পিস ট্যাপেটাডল উদ্ধার করা হয়। অপর দুই আসামী পালিয় যাওয়ায় তাদের নামে থানায় মামলা দায়র হয়েছে।
একাত্তরের দেশ