বগুড়ার সান্তাহারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সান্তাহার পৌর শহরের সাঁতাহার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা যুবলীগের অন্যতম নেতা রুহুল আমিন ঢালী।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আওয়ামী লীগ নেতা ডাক্তার সোহেল হোসেন, স্বপন ঢালী, যুবলীগ নেতা খায়রুল আলম রবিন, বাবু ঢালী, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হান্নান, আকুল হোসেন, সোহেল, জাহাঙ্গীর, রকেট প্রমুখ।
ইফতারের পূর্বে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া করার সময় সকলের মুখে একটি কথা ছিল- হে আল্লাহ আমাদের প্রানপ্রিয় জননেতা, সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু সাহেব কে দ্রুত সুস্থতা দান কর। হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।
একাত্তরের দেশ