আদমদীঘি থানা পুলিশ একটি সিআর মামলায় সোহেল হোসেন নামের দুই মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী ও ১০ পিস নেশার এ্যাম্পলসহ ফিরোজ হোসেন নামের দুই দুইজনকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার সকালে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ হোসেন সান্তাহার ইয়াডৃ কলোনীর আবুল কালামের ছেলে এবং সাজাপ্রাপ্ত আসামী সোহেল হোসেন উপজেলার ছোট আখিড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিরে ছেলে। আদমদীঘি থানার অফিসার ইচর্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
একাত্তরের দেশ