পিরোজপুরের পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাণ্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২) ও শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের নুরুল ইসলাম (৬০)।
দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে নুরুল ইলমামের মৃত্যু হয়। অপর দুজন ঘটনাস্থলে নিহত হন।
এ ব্যাপারে পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার স্বাগত হালদার বলেন, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত একজন মারা গেছেন। অন্যজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় অন্যত্র পাঠানো হয়েছে।
একাত্তরের দেশ