জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার দুস্থ ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার বিকালে সান্তাহার জংশন স্টেশন এলাকায় শতাধিক মানুষর মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটন, সান্হাতর সরকারি কলজ ছাত্রলীগর সহ সভাপতি ও পর ছাত্রলীগ নতা শাহিন হাসন শুভ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাফুজুর রহমান ও কলেজ ছাত্রলীগ নেতা সােহরাব হােসেন নিলয় প্রমূখ।
একাত্তরের দেশ