নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. হোসনে আরা বেগম (৪৫) এবং একই গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. ইমরান হোসেন (২২) ও মো. রাব্বি হোসেন (১৮)।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, উপজেলার বনকুড়াইল গ্রাম থেকে হোসনে আরা, রাব্বি ও ইমরান হোসেন একটি অটোভ্যানে করে বামিহাল- দুর্গাপুর সড়ক হয়ে দুর্গাপুর বাজারে যাবার সময় বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এসময় আহত একজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অটোভ্যান চালক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তার সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।