মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য এডভোকেট সামছুল আলম দুদু।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন কার্তিক চন্দ্র সিং প্রমূখ।
আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ১ম-৫ম শ্রেণির ২০০ জনকে প্রতিজন ২ হাজার ৫শ’ টাকা করে। ৬ষ্ট- ১০ম শ্রণি ১৫০ জনকে প্রতিজন ৬ হাজার টাকা করে। একাদশ-দ্বদশ শ্রেণির ৬০ জনকে প্রতিজন ৯ হাজার ৫শ’ টাকা করে। এছাড়া ৫০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথি এ্যাডকেট সামছুল আলম দুদু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com