মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করেতে গিয়ে শনিবার সাগর মৃধা নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
তিনি পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে।
রোববার সন্ধ্যায় উপজেলার রমজানপুর এলাকার নতুন টরকী ব্রীজের নিচে পালরদী নদী থেকে তার ভাশান্ত লাশ অবশেষে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, গত শনিবার দুপুরে সাগর মৃধা শ্বশুরবাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে নামেন।
এ সময় একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও তার খোঁজ পায়নি। আজ রোববার নিখোঁজের ২৭ ঘন্টা পর সাগর মৃধার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে রমজানপুর সাবেক ইউপি সদস্য নান্নু ফকির জানান, সাগরের লাশ ব্রীজের নিচে ভাশতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল আসে।
এব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে।