বগুড়ার আদমদীঘি থানা পুলিশ একটি জিআর মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী মহাদেব চন্দ্র (৩২) কে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার সান্দিড়া নিশীপাড়া গ্রামের মৃত সু চন্দ্র প্রামানিকের ছেলে। গত শুক্রবার (৮ মার্চ) রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২১ সালের একটি মাদক মামলায় আসামী শ্রী মহাদেব চন্দ্রকে জয়পুরহাট আদালত দোষী সাবস্ত করে যাবতজীবন কারাদন্ডের আদেশ দেন। সে পলাতক ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কারাদন্ডের গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।
গত শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান পরদিন শনিবার আসামীকে আদালতে প্রেরন করেন।