মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এমবাপ্পেকে হুমকি!

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮১


আগামী ৩০ জুনের পর থেকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই পরিচিত হবেন এমবাপ্পে। এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে রিয়ালে চুক্তি সম্পন্ন হওয়ার খবরও নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এমবাপ্পের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে প্যারিসে।
পিএসজিতে টানা তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হয়নি এমবাপ্পেকে। আর এ নিয়ে ফরাসি তারকার ক্ষুব্ধ হওয়ার কথাও জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।

এমবাপ্পেকে টানা বদলি করার কারণ হিসেবে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, তাকে বাদ দিয়ে খেলায় অভ্যস্ত হওয়ার কথা। তবে এমবাপ্পের ধারণা, ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কারণে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে তাকে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এমবাপ্পের জন্য আগামী কয়েক মাস কঠিন হতে যাচ্ছে।

কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, এমবাপ্পের প্রতিনিধিরা পিএসজির কট্টরপন্থী সমর্থক গোষ্ঠী ‘কালেক্টিভ আল্ট্রাস প্যারিস’কে অনুরোধ জানিয়েছে, তারা যেন আনুষ্ঠানিক ঘোষণার আগে দুয়ো না দেন। তবে এখন এসে পরিস্থিতি সম্ভবত বদলে যাচ্ছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ব্যানার, যেটা রাখ হয়েছিল পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসের বাইরে। ব্যানারে লেখা ছিল, ‘কেএম (কিলিয়ান এমবাপ্পে): ৩০ জুনের অপেক্ষায় আছি।’ এখানে মূলত সে দিনটির কথা বলা হচ্ছে, যেদিন এমবাপ্পের সঙ্গে প্যারিসের ক্লাবটির চুক্তি শেষ হবে।

বোঝাই যাচ্ছে, পিএসজির কট্টর সমর্থকেরা এমবাপ্পেকে বিদায় দেওয়ার অপেক্ষায় আছে। তারা হয়তো এখন এমবাপ্পে অধ্যায় পেছনে ফেলে সামনে তাকাতে চায়। এমবাপ্পেকে পিএসজির কট্টর সমর্থকেরা খুব সহজে ছেড়ে দেবে কি না, সে প্রশ্নও কেউ চাইলে এখন তুলতে পারে।

এর আগে পিএসজিতে খেলার সময় লিওনেল মেসি ও নেইমারের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল তারা। মাঠে তো ক্রমাগত দুয়ো দিয়েই গেছে, এমনকি নেইমারের বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ করেছিল কালেক্টিভ আল্ট্রাস প্যারিস। সামনের দিনগুলোয় এমবাপ্পেকেও এমন পরিস্থিতিতে পড়তে হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজিতে এখন অস্বস্তিতে আছেন এমবাপ্পে।

মৌসুমের এ পর্যায়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের খবর ফাঁস হওয়ার বিষয়টিও মানতে পারছেন না তিনি। তার ধারণা এমন পরিস্থিতিতে দলেরও ক্ষতি হতে পারে। পাশাপাশি ক্লাব ছাড়ার খবর ফাঁস করে পিএসজি তার সিদ্ধান্তকে সম্মান করেনি বলেও মনে করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com