বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‎জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান বাগেরহাটে জেলা পরিষদে দুদকের অভিযান বাগেরহাটের রামপালে বসতঘর পুড়ে সর্বশান্ত হলেন দিনমজুর গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বি এন পি নেতার তালা বিএনপি নেতার উপর  হামলা: বিচার দাবীতে প্রেসক্লাব রামপালে পুত্রের সংবাদ সম্মেলন আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা  মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে ১৫ দিন ধরে নিখোঁজ রাকিবের সন্ধান মিলছেনা সান্তাহারে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশে সান্তাহারে বন্ধু আড্ডা পক্ষ থেকে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

হাতে হাত রাখা ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩২
হাতে হাত রাখা ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন পরীমনি
হাতে হাত রাখা ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন পরীমনি

ঢাকাই শোবিজের আলোচিত নাম পরীমনি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। সদ্যই ঘোষণা দিয়ে বসেছিলেন, নতুন করে প্রেমে পড়েছেন তিনি! প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে মধ্যরাতে পরীমনি নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় শোরগোল। পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা। জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা দেওয়ায় অভিনন্দন বার্তায় ভরে ওঠে পরীর মন্তব্য ঘর।

একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন ‘সিরিয়াস’ হিসেবে নিয়েছেন, অন্যদিকে একে একে সংবাদের শিরোনাম হয়ে উঠছিলেন পরীমণি। পরীর প্রেমে পড়ার বিষয়টি কারও কারও কাছে একটা ধোঁয়াশায়ও পরিণত হয়। কারও কারও আবার আগ্রহ জন্মায় পরীর বিপরীতের সেই পুরুষটিকে এক ঝলক দেখার।

কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি ‘প্র্যাঙ্ক’।

পরে ভিডিওটির বাকি অংশটুকুতে তার সেই সঙ্গীকে দেখানো হয়। সেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তেও দেখা যায়। তাদের অট্টহাসির ধ্বনির মাত্রাই বুঝিয়ে দেয়, অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা! ভিডিওর শেষের দিকে তাদের এও বলতে শোনা যায়, ‘গুজবে কান দেবেন না।’ আর সেই ভিডিওর ক্যাপশনে মজার ছলে প্রশ্ন রাখেন, ‘প্রাংক টা কি একটু বেশি হলে গেছিলো ?’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না।

বলা যায়, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com