বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন কারোর একার কৃতিত্ব নয়; এটি দেশের ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।
মঈন খান বলেন,জুলাই-আগস্টের আন্দোলন শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না; এই আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়েছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও জানান, জুলাই-আগস্টের আন্দোলন কারোর একার কৃতিত্ব নয়; এটি দেশের ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে। শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেয়ার দাবি ও জানান ড. মঈন খান।