বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‎জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান বাগেরহাটে জেলা পরিষদে দুদকের অভিযান বাগেরহাটের রামপালে বসতঘর পুড়ে সর্বশান্ত হলেন দিনমজুর গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বি এন পি নেতার তালা বিএনপি নেতার উপর  হামলা: বিচার দাবীতে প্রেসক্লাব রামপালে পুত্রের সংবাদ সম্মেলন আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা  মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে ১৫ দিন ধরে নিখোঁজ রাকিবের সন্ধান মিলছেনা সান্তাহারে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশে সান্তাহারে বন্ধু আড্ডা পক্ষ থেকে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

অনন্য মামুন ‘গালি’ ডিজার্ভ করে : শাকিব

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫
অনন্য মামুন ‘গালি’ ডিজার্ভ করে : শাকিব
অনন্য মামুন ‘গালি’ ডিজার্ভ করে : শাকিব

দরদ’ সিনেমা নিয়ে বেজায় অখুশি শাকিব খানের ভক্তরা। প্রচারণার বেহালে বিরক্ত, ক্ষুব্ধ ভক্তরা অন্তর্জালে গালি দিয়েচ্ছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুনকে।

বিষয়টি বুঝতে পেরেছেন শাকিব খান নিজেও। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে এই নায়ক বলেন, ‘মালেশিয়াসহ অন্যদেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।’

এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন। নায়ক যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন। তাকেও সেসময় লজ্জা পেতে দেখা যায়।

এদিকে সোমবার প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার ট্রেলার ও গান। সিনেমা মুক্তির মাত্র ৩ দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন অনন্য মামুন।

প্রসঙ্গত, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অর্ণিবান, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথমুসারীর নির্মাতারা।

এতসব তারকাদের ভীড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমা নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।

জানা গেছে, দরদ মূলত রোমান্টিক সাইকো থ্রিলার একটি সিনেমা। যেখানে শাকিব খানকে দেখা যাবে নতুনরূপে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনায় যুক্ত রয়েছেন ভারতের এসকে মুভিজ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com