শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

বাগেরহাটের রামপালে নারী সমাবেশে ডক্টর ফরিদ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে উজলকুড়বাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২-১১-২০২৪) বেলা ১১ টা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলার ফয়লাহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক লুৎফার রহমান মোড়ল, মো. কামাল হোসেন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, কামরুজ্জামান টোকন, সেচ্ছাসেবক দলের তরফদার মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, সাবেক যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে। তারা স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধে জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। তিনি তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন। সভায় প্রায় সহাস্রাধিক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com