শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্ব নিলেন  রিয়ার এডমিরাল জিয়াউল হক

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪১
মোঃ এনামুল হক, মোংলা বাংলাদেশ কোস্টগার্ড এর ১৫ তম মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ২০২৪ তারিখ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক ১ জানুয়ারী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি জার্মানিতে নেভাল অফিসার্স ট্রেনিং কোর্স সম্পন্ন করেন এবং ০১ জুলাই ১৯৯১ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরবর্তী সময় তার চাকুরী জীবন সামুদ্রিক অভিজ্ঞতা, দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্তির মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্যাট্রোল ক্রাফট থেকে শুরু করে ফ্রিগেট পর্যন্ত বিভিন্ন ধরনের পাঁচটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর অতিগুরুত্বপূর্ণ দুইটি ঘাঁটি বিএনএস উল্কা এবং বিএনএস শহীদ মোয়াজ্জম এর অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা ঈসাখান এ টর্পেডো এন্ড সাবমেরিন স্কুলের প্রশিক্ষক, বাংলাদেশ নেভাল একাডেমী-এর প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা, প্রশিক্ষণ জাহাজ বিএনএস উমর ফারুক-এর ট্রেনিং কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর এর সিনিয়র ইন্সট্রাক্টর (নৌবাহিনী) হিসেবে নিযুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কমান্ডার অপারেশনাল সি ট্রেনিং গাইড (ওএসটিজি), স্টাফ অফিসার (অপ্‌স অ্যান্ড প্ল্যানস) এবং নৌসদর দপ্তরে পরিচালক অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কমডোর নেভাল এভিয়েশন (COMNAV) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।
রিয়ার এডমিরাল এম জিয়াউল হক তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, মিরপুর, আর্মড ফোর্স কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সৌদি আরব, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, সাভার, এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ভারত এ প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি ভারত হতে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স ও তুরস্ক থেকে সাবমেরিন ফায়ার কন্ট্রোল কোওর্ডিনেশন কোর্স সম্পন্ন করেন। উল্লেখ্য, তিনি আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক নৌবাহিনীতে তার বিশিষ্ট সেবার কারণে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ২০২৩ সালে জাতীয় শুদ্ধাচার পদক প্রাপ্ত হন।
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (নৌবাহিনী) হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিযুক্ত ছিলেন। রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ড এর উন্নয়ন এবং অগ্রগতিতে বদ্ধপরিকর।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com