শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে গাইবান্ধায় ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ডাসারে বিয়ে অনুষ্ঠান বিষাদে রূপান্তরিত: বোনের বিয়েতে যাওয়া হলো না রেশমার! তারেক রহমানের ৩১ দফার প্রচারে রামপালে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা বাগেরহাটে  সন্ত্রাসীর হামলায় ৪ নারী আহত গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩

এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন কলা গাছের ভেলার মতো : আসিফ

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬
এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন কলা গাছের ভেলার মতো : আসিফ
এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন কলা গাছের ভেলার মতো : আসিফ

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।

সামাজিক মাধ্যমে বরাবরই সরব থাকেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। সমসাময়িক বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান, করেন প্রতিবাদও।

এ সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি। যেখানে আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশে যে কোনও ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভালো সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনও ব্যবস্থাই নাই।’

দিলশাদ নাহার কনার সাথে নতুন গান আসছে উল্লেখ করে বলেন, ‘জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল। এখনও প্রাণ ফিরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সাথে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই।’

তিনি বলেন, ‘সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। ভীষণ রকম ভালোবাসি- টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভাল লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাষ্ট্রী, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন, ভালবাসা অবিরাম।’

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com