শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে গাইবান্ধায় ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ডাসারে বিয়ে অনুষ্ঠান বিষাদে রূপান্তরিত: বোনের বিয়েতে যাওয়া হলো না রেশমার! তারেক রহমানের ৩১ দফার প্রচারে রামপালে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা বাগেরহাটে  সন্ত্রাসীর হামলায় ৪ নারী আহত গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩

আগের রূপে ফিরছেন নোবেল

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬
আগের রূপে ফিরছেন নোবেল
আগের রূপে ফিরছেন নোবেল

ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে সমালোচনায় জর্জরিত হতে থাকেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের সকলের চোখের মণি। তবে তিনি যে এক আসক্তিতে ছিলেন, তা বলা বাহুল্য। তার অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনায়। কারণ নোবেল সুস্থ হয়ে ফিরে এলেই আবার শোনা যাবে তার সেই ঝাঁঝালো স্বরের গান।

দীর্ঘদিন বাদে সম্প্রতি একের পর এক সাক্ষাৎকারে সামনে আসছেন নোবেল। অনুরাগীদেরও তাকে নিয়ে আকাঙ্ক্ষা কম নয়। এখনও আশা করেন, নোবেলের মতিগতি কি ঠিক হয়েছে; নাকি আগের মতই আছে? তবে অনুরাগীদের সেই সংকোচ অবশেষে কাটতে চলেছে। নোবেল ফিরে আসছেন সেই আগের রূপ-গুণেই! এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন এই শিল্পী।

নোবেল অবশেষে তার ভুল ত্রুটিগুলো বুঝতে পেরেছেন। শুধরে নিয়েছেন নিজেকে। স্বীকার করলেন, আসক্তি নামের একটি বিষয়ের সঙ্গে খারাপ সময় কেটেছে তার। নিজেকে শোধরাতে কাটাতে হয়েছে রিহ্যাবেও। নোবেলের কথায়, ‘একটা আসক্তিতে পড়ে যাই। আমার সম্মতি সাপেক্ষেই আমি রিহ্যাবে কাটিয়েছি। এখন আমি এগুলো থেকে বিরত আছি, সম্পূর্ণরূপে বিরত। সেই জগতে আমার আর ফিরে যাওয়ারও ইচ্ছে নেই। এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই, সবকিছুর জন্য আমিই দায়ী।’
খানিকটা ভীত স্বরে নোবেল বলেন, ‘অনেকের থেকে দূরে সরে যাওয়ায় একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমার কিছু কার্যকলাপ, সেসব ভুল ছিল। সবমিলিয়ে আমার আচার-আচরণ একটু অন্যরকম হয়ে গিয়েছিল।

ইন্ডাস্ট্রিতে যারা মূলত আমাকে দিয়ে কাজ করাবেন, তাদের সঙ্গেও আমার একটা দূরত্ব তৈরি হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এর ফলেই আমি ‘গায়েব’ হয়ে যাই আরকি।’

এই সংগীতশিল্পী বলেন, ‘মানুষের আমার কাছে যা প্রত্যাশা করেছিল, আমি সে অনুযায়ী চলতে পারিনি। আমার প্রফেশন গান গাওয়া, গান থেকেই মানুষ আমাকে চিনেছে। তবে আমার যে ভুলভ্রান্তি গুলো ছিল, যেমন কিছু উদ্ভট কথাবার্তা এসব থেকে নিজেকে বিরত থাকি, তাহলে আমার চলার পথটা আরও সহজ হবে।’

রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি। যা তার জনপ্রিয়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়।
বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com