ভালোবেসে ৮ বছরের ছোট রোহানপ্রীত সিংয়ের সঙ্গে ঘর বাঁধেন বলিউড গায়িকা নেহা কাক্কার। দীর্ঘদিন ধরেই গুঞ্জন উঠেছে তাদের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। অবশেষে নীরবতা ভেঙে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রোহান।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে রোহনপ্রীত বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো মানুষের বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে… তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। এসব এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।’
রোহনপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। তবে এটা স্পষ্ট যে- নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের কোনও সত্যতা নেই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহন-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা প্রেমের রঙে, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!