শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন বাগেরহাটের প্রেসক্লাব রামপাল’র পুর্ণাঙ্গ কমিটি গঠন বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: বাগেরহাট কারাগারে আটক ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজসেবা দিবসে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত দুপচাঁচিয়ায় আলুর ক্ষেতে সেচ দেয়া নিয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে আহত এক ‎ সূর্যের দেখা মেলেনি ‎ তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত সান্তাহারে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ফুলবাড়ীতে নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় শওকত আলী দিদার নামে একজন নিহত হয়েছেন।

এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা বিএনপির অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহ্বায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, মোশররফ হোসেন বাবু, বিএনপির সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশেদ হাবীব সোহেল, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকন, সহ- সভাপতি মাহমুদুল হক মামুন, গোলাম আযম, সাইফুল, ইমতিয়াজ আহমেদ রনি, ফরহাদ হোসেন বিপুল কুমার দাস,মশিউরসহ অনেকেই।
বক্তারা বলেন, স্বেরা শাসকের দোসরা এখনো দেশে থেকে নৃশংস হত্যা কান্ড ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। গতকাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যান। এ উপলক্ষে ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এস এম জিলানী বিকেল ৩টায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথসভা শেষ করে ৪টার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামীলগের সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে হত্যা করেন। হত্যার সাথে জড়িতদের দ্রূত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com