শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

ঢামেক থেকে সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাতকে

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫৩
ঢামেক থেকে সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাতকে
ঢামেক থেকে সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাতকে

সচিবালয়ে আনসারদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ আহত হন। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে সেখান থেকে তাকে কেবিনে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হলো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com