অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও জিএসপি সুবিধা পাওয়া যাবে।
আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লা ফ্যাভের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এছাড়াও বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞাসহ বাণিজ্য ও সরাসরি বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ইতিবাচক অগ্রগতি আশা করছে বাংলাদেশ।
তিনি বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। হেলেন লা ফ্যাভকে আশ্বস্ত করা হয়েছে। তাদের শর্ত পালন করলে জিএসপি সুবিধা পাওয়া যাবে।
উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও কথা হয়েছে দুই দেশের মধ্যে। মার্কিনিদের নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত না, কারণ তাদের বেশিরভাগই ঋণ নয় বরং অনুদান।