শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

নতুন মুখ নিয়ে আ’লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৪
আ’লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার
আ’লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি। নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন এই উপদেষ্টা

আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগে অনেক ভালো ভালো লোক রয়েছে। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে। এখন এই দল খারাপ অবস্থায় আছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি। শুধু গন্ডগোল পাকায়েন না। এসব করে কোনও লাভ হবে না। এরশাদ জেলে গিয়েছিল, তবে তার দল তো এখনও টিকে আছে। দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি…আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন।

এ সময় ১৫ আগস্ট ছুটি থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com