শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

বিটিআরসি চেয়ারম্যানের পিএসসহ দুই কর্মকর্তা বরখাস্ত

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫৪
বিটিআরসি চেয়ারম্যানের পিএসসহ দুই কর্মকর্তা বরখাস্ত
বিটিআরসি চেয়ারম্যানের পিএসসহ দুই কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি ও কর্মচারীদের নিপীড়নের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবসহ (পিএস) দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- প্রশাসন বিভাগের উপপরিচালক ও চেয়ারম্যানের পিএস আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদ।
রোববার (১১ আগস্ট) বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এ সংক্রান্ত অফিস আদেশে বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি অসাধু সিন্ডিকেটে জড়িয়ে দুর্নীতি করেছেন। একইসঙ্গে কমিশনের কর্মচারীদেরও বিভিন্ন সময়ে নিপীড়ন করেছেন। এসবের প্রেক্ষিতে তাকে বাংলাদেশ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ এর বিধি- ৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি- ৩ এর (খ)(ঘ) (ই) ও বিধি-১২ এর (১) অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকার সময় তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে জানানো হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com