বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে একে একে রাস্তায় নেমে আসছেন সব শ্রেণী-পেশার মানুষ। থেমে নেই সংগীত শিল্পীরাও। এবার আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করবেন সংগীতশিল্পীরা।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেটআপ স্ট্যান্ডআপ’ শিরোনামে প্রতিবাদে মাঠে নামবেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দুই সংগঠক প্রবর রিপন এবং এরশাদুল হক।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের সংগীতের মাধ্যমে আমরা সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।
আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল।