শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি ‎ চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান বাগেরহাটের রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ সুন্দরবনে দুই মাস শিলা কাঁকড়া সহ ১৪ প্রজাতির কাঁকড়া আহরণ নিষিদ্ধ গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত জয়পুরহাটে আলুক্ষেত থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসার কর্মচারীর লাশ উদ্ধার। দুপচাঁচিয়ায় কনকনে ঠান্ডায় শীতের পোশাকের হাঁকডাক আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন বাগেরহাটের প্রেসক্লাব রামপাল’র পুর্ণাঙ্গ কমিটি গঠন বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: বাগেরহাট কারাগারে আটক ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজসেবা দিবসে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩৫
ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত
ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে সেই বৈঠক স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। বৈঠক কবে তা পরবর্তীতে জানানো হবে।

তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষকরা আলোচনার জন্য অপেক্ষা করবেন। একই সাথে চলবে আন্দোলনও। এটি নিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ আছে বলেও জানান তিনি।

এই শিক্ষক নেতা বলেন, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বৈঠকে বসতে চাইলে আন্দোলনকারীরা রাজি আছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। ফলে ৪র্থ দিনের মতো স্থবির হয়ে আছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে, গতকাল বুধবার (৩ জুলাই) অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া গণমাধ্যমকে আজ বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন। তবে কী কারণে আজকের বৈঠক স্থগিত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পরবর্তীতে বৈঠকটি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২ জুলাই) পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর কিছু বিষয় স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেন, তাদের চলমান এ আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com