শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সারাদেশে ভারী বৃষ্টির আভাস

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯৭
সারাদেশে ভারী বৃষ্টির আভাস
সারাদেশে ভারী বৃষ্টির আভাস

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৯ জুন) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। তাই দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, লঘুচাপ সৃষ্টি ও মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলে বিস্তৃত হওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ু দেশের উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় থাকায় ওই অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বেশি হয়েছে। এখন এটি দেশের মধ্যাঞ্চলে সক্রিয় থাকায় ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা বেড়ে গেছে।

আগামীকাল রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com