শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে “জয় বাংলা” লেখায় যুবক আটক বগুড়ার শেরপুরে মসজিদে চুরি নন্দীগ্রামে ওমরপুর হাটে পশুর রক্ত-বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ফুলবাড়ীতে ডিভাইডারের সাথে ট্রাকের ধাক্কা অল্পের জন্য বেঁচে গেলেন ড্রাইভার বগুড়ার রান্নাঘরে কিশোরীকে ধর্ষন, দুই কিশোর গ্রেপ্তার কাঠালিয়ায় জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডেকোরেটর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার ‎চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরষ্কার বিতরণ বাগেরহাটের রামপালে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম বিষয়ক মেলা

বগুড়ার শেরপুরে “জয় বাংলা” লেখায় যুবক আটক

শাফিউল ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভিভিন্ন দেওয়ালে “জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্তা” লেখায় স্থানীয়রা জনি (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। সে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজরোড এলকার মৃত শরিফুল ইসলামের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ও উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক সবুজসহ স্থানীয়রা জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেওয়ালে, পুত্ত্বোত্লা বনমরিচা বটতালার বিভিন্ন দেওয়ালে “জয় বাংলা, “শেখ হাসিনাতেই আস্তা” এসব লেখা দেওয়ালে দেখতে পায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে আমরা দেওয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও অত্র কলেজে ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানান দেওয়ালের লেখা মুছে ফেললে আবার লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জনিই লিখেছে এগুলো। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরো দুজন জরিত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে পুলিশে সোপর্দ করি।
স্থানীয়রা আরো জানান, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে দেওয়ালে লেখা, গাড়ীতে পোষ্টার লাগাচ্ছে।
উল্লেখ্য, গত ৭দিন আগে শেরুয়া বটতলা এলাকায় শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বদিউজ্জামান বদির গাড়ীতে একটি পোষ্টার দুর্বৃত্তরা লাগিয়েছে। সেখানে লেখা ছিল  “আইয়ুব, বদি, সাইফুল মৃত্যুর জন্য প্রস্তুত হও” এই নাম গুলো ছিল বিএনপির নেতার নাম।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটককৃত জনির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com