মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটের রামপালে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার দুপচাঁচিয়ায় কালাম ও তার বাহিনীর ৩সদস্য গ্রেপ্তার \ অস্ত্র উদ্ধার গাইবান্ধা আর্মি ক্যাম্পের গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  ভূমিদস্যুর আগুনে পুড়ে গেছে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে ‎গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন দুপচাঁচিয়ায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৪৫ তম ভিডিপি দিবস পালিত দুপচাঁচিয়ায় তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের উদ্বোধন

সুন্দরবনে দুই মাস শিলা কাঁকড়া সহ ১৪ প্রজাতির কাঁকড়া আহরণ নিষিদ্ধ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| সুন্দরবনের জীববৈচিত্র্য সংর¶ণ ও প্রজনন মৌসুমে রপ্তানি পন্য বিশ^খ্যাত শিলা কাঁকড়াসহ ১৪ প্রজাতির কাঁকড়ার বংশ বৃদ্ধিসহ নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত সুন্দরবনের সব নদ-নদী ও খালে কাঁকড়া আহরণে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময়ে কোন জেলে ও ব্যবসায়ী কাঁকড়া আহরণ, বিক্রি করতে, সংর¶ণ করতে বা পরিবহন করতে পারবে না।
বন বিভাগ এতথ্য নিশ্চিত করে জানায়, সুন্দরবনে জানুয়ারি ফেব্রæয়ারি এই দুই মাস হচ্ছে কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময়ে শিলা কাঁকড়াসহ ১৪ প্রজাতির কাঁকড়া এসময়ে ডিম ছেড়ে বংশ বৃদ্ধি করে। এই প্রজনন মৌসুমে বিশেষভাবে সংবেদনশীল থাকে। সহজেই কাঁকড়া আহনরণ করা যায়। এ অবস্থায় কাঁকড়া ধরা চলতে থাকলে প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়ে হুমকির মুখে পড়ে কাঁকড়ার বংশ বিস্তার, যা প্রাকৃতিক ভাবে সুন্দরবনের জীববৈচিত্র্যে ভারসাম্য নষ্ট করে। এ কারণে বন বিভাগের প¶ থেকে প্রতি বছর জানুয়ারি ফেব্রæয়ারি এই দুই মাস কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি করে থাকে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে বন আইনে আপরাধের আওতায় জেল বা জরিমানা করে থাকে।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহম্মদ নূরুল করিম জানান, সুন্দরবনের বাংলাদেশ অংশে ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। এরমধ্যে দেওেশর বিশ^খ্যাত রপ্তানি পন্য শিলা কাঁকড়া রয়েছে। প্রতিবছর এই ম্যানগ্রোভ বনে পাশ-পারমিট নিয়ে ১০ হাজার জেলে কাঁকড়া আহরণ করে থাকে। সুন্দরবনের কাঁকড়া শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি সুন্দরবনের খাদ্যশৃক্সখল র¶ায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। প্রজনন মৌসুমে কাঁকড়া র¶া করা না গেলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পুরো সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর। সুন্দরবনে প্রাকৃতিক ভারসাম্য র¶ায় এই নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেসহ সংশ্লিষ্ট প্রতি বনবিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হয। এরপরও কেউ যদি জানুয়ারি ফেব্রæয়ারি এই দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করে, তাহলে তার বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হয়। #

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com