সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ দুপচাঁচিয়ার তালোড়ায় উচ্চ ফলনশীল আলুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় হেফাজত ইসলামী বাংলাদেশ এর কমিটি গঠন দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! বাসায় ঢুকে নাট্য অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে: ট্রাম্প নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪ ইউএসএআইডি’র অর্থ তছরুপ হয়েছে কিনা খতিয়ে দেখবে ভারত শেরপুরে সোনালী ব্যাংক ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪
নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪

নাইজেরিয়ায় একটি বাস এবং একটি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির নাইজার প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) সড়ক নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাইজার প্রদেশের ফেডারেল রোড সেফটির প্রধান কুমার সুকওয়ান বলেন, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। প্রদেশের রাজধানী মিনা থেকে ৮০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটেছে।

এই কর্মকর্তা বলেন, দুই যানবাহনের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্রুত গতি এবং অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে চালকের ভুলের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন কুমার সুকওয়ান। তিনি জানিয়েছেন, নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের দিকে যাচ্ছিল বাসটি।

ট্রাফিক আইন অমান্য করা, দ্রুত গতি এবং রাস্তার বেহাল দশার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে পণ্য এবং যাত্রীবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ২৩ জন নিহত হয়। গত বছর নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড হয়েছে। এসব দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন প্রাণ হারিয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com