শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

শিক্ষিত জাতিই দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নাজমুল হুদা, নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষিত জাতিই দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গুলিয়া কৃষ্ণপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মোজাহার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষিত জাতিই দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনতে পারে। একথা ভেবে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি ছাত্র-ছাত্রীদের মন ভালো রাখে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ দলীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com