গাইবান্ধা প্রতিনিধি (রিপন) ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন বাজি রেখে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামে বুকের রক্ত ঝরিয়েছেন সালাম, রফিক ,জব্বারসহ নাম না জানা সব শহীদের স্মরণে শ্রদ্ধাসহ জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানের আবহের মধ্যে শ্রদ্ধা নিবেদনে শুরু হয়েছে ভাষা নিয়ে গর্ব আর শোকের এই দিন নানা আয়োজনে পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।
বৃহস্পতিবার (২১ফেব্রয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক, জেলা পুলিশ, এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, জেলা পরিষদ, পুলিশ ব্যুরো, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আনসার,জেলা বিএনপি, প্রাণিসম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রশাসক,গাইবান্ধা পৌরসভা, ফায়ার সার্ভিস,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট ২০২৪ বিপ্লবে আহত জনতা মঞ্চ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষ।
এরপরই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রা নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে শহীদ মিনারের সামনে অবস্থান করেন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। শহীদ মিনার ও এর আশপাশে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন স্থানে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।