প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্যে নায়ক বাপ্পারাজের কণ্ঠে ‘চাচা হেনা কোথায়?সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল (১৯ ফেব্রুয়ারি) ঢালিউড তারকা নাঈম-শাবনাজ ও বাপ্পারাজের নতুন ফানি রিলস ভিডিও আবারও ভাইরাল হয়।’ সংলাপটি সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু প্রায় ৩০ বছর পর কেন হেনাকে খুঁজতে বাপ্পারাজ পর্দায় ফিরলেন, এবার জানা গেল তার কারণ।
সম্প্রতি ‘হেনা কোথায়?’ বলে আবারও চিৎকার করতে দেখা গেল বাপ্পারাজকে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা; যেখানে বাপ্পারাজের সেই অভিনয় দেখেও মুগ্ধ তারা। দেখা যায়, অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ- সকলে একসঙ্গে। সেখানে চিত্রনায়ক নাঈমকে বাপ্পারাজ প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’
ভাইরাল হওয়া সেই ভিডিওটি আদতে ধারণ করা হয় একজনের অনুরোধে। ফেসবুকে রিলস আকারে শুট করেন নাঈম-শাবনাজ দম্পতির মেয়ে নামিরা নাঈম। বলে রাখা ভালো, শাবনাজ ‘প্রেমের সমাধি’ ছবিতে হেনার চরিত্রে ছিলেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পর্দার হেনা তথা শাবনাজ। চিত্রনায়িকার কথায়, ‘আমাদের পারিবারিক আয়োজন ছিল। সেখানে আমার বড় মেয়ের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়। আগে থেকে নামিরা ক্যামেরার পেছনে কাজ করেছে। ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয়। মূলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোড করে নামিরা।’
প্রসঙ্গত, একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ। তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক! এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি। কারণ ওই ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন সবাই। সম্প্রতি সেই ছবির সংলাপ নতুন করে ভাইরাল হওয়ার আবার আলোচনায় বাপ্পারাজ।