শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ২

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা উল্লেখজনক হারে বেড়েছে। দেশটির মাঝ আকাশে আবারও দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির আরিজোনা অঙ্গরাজ্যের মারানা রিজিওনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২-মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে দুজন করে যাত্রী ছিলেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে বিমান দুটির মাঝে সংঘর্ষ হয়।

এর আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৬৪ জন যাত্রী ও তিন ক্রু নিহত হন। ওই সপ্তাহেই দেশটির ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com