ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মহারাষ্ট্র নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার মধ্যরাতে (২০ ফেব্রুয়ারি) বিমানটি জরুরি অবতরণ করে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। নাগপুর এয়ারপোর্টে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় প্লেনটি নাগপুরে পৌঁছে এবং অপেক্ষমাণ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা গেছে, ফ্লাইটে থাকা একজন যাত্রী ব্যাগে পাওয়ার ব্যাংক শনাক্ত হওয়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। এরইমধ্যে যাত্রীদের দুবাই পৌঁছে দিতে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।