৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০টায় গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সম্মানিত গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ, এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শিক্ষা প্রকৌশলী বেলাল আহমেদ, প্রধান শিক্ষক আব্দুর রউফ মিঞা, ঠিকাদারের পক্ষে সাজ্জাত হোসেন রানা, জাহিদুল ইসলাম সহ স্কুলের শিক্ষক মহোদয়গণ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই ভবনের নির্মাণকাজের দায়িত্ব পায় নওগাঁ’র ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউজিং বিল্ডার্স। নির্মাণে ব্যয় হবে ৮ কোটি ৯৮লাখ ৮৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় ক্লাশ রুম, আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব, ছাত্র-ছাত্রী কমন রুম, ওয়াশ ব্লক, সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।উদ্বোধনকালে নিউ গভঃ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। শিক্ষাপ্রতোপন অধিদপ্তর (EED), গাইবান্ধা।