শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩! গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ‎ সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবন মহিলা কলেজঃ সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার নন্দীগ্রামে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ সুন্দরবন মহিলা কলেজ: সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ হৃদয়ের সেঞ্চুরতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ যে বিশেষ কারণ হেনার সন্ধানে পর্দায় বাপ্পারাজ নদীর পাড়ে বেনারসি-আলতায় আবেদনময়ী জয়া

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১
সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত দুই শতাধিক
সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত দুই শতাধিক

উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত তিনদিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় একাধিক গ্রামে আধা-সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে।

দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে দ্য ইমার্জেন্সি লইয়ার্স নামের ওই গোষ্ঠী। তারা বলেছে, হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

দ্য ইমার্জেন্সি লইয়ার্স বলেছে, শনিবার থেকে ওই দুই গ্রামে অভিযান শুরু করেছে আরএসএফ। এসময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনী। গত তিনদিনে ওই এলাকার শত শত মানুষ আহত অথবা নিখোঁজ হয়েছেন।

স্থানীয় এই মানবাধিকার সংস্থা বলেছে, নীল নদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন। বেসামরিক নাগরিকদের ওপর আধা-সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অিভিহিত করেছে দ্য ইমার্জেন্সি।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত আরএসএফের হামলায় শিশুসহ ৪৩৩ নাগরিক নিহত হয়েছেন। হামলার এই ঘটনাকে ‘‘ভয়ঙ্কর গণহত্যা’’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com