শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩! গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ‎ সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবন মহিলা কলেজঃ সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার নন্দীগ্রামে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ সুন্দরবন মহিলা কলেজ: সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ হৃদয়ের সেঞ্চুরতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ যে বিশেষ কারণ হেনার সন্ধানে পর্দায় বাপ্পারাজ নদীর পাড়ে বেনারসি-আলতায় আবেদনময়ী জয়া

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২
ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা: রাশিয়া
ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা: রাশিয়া

ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চার ঘণ্টার ম্যারাথন বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। মঙ্গলবার রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ওয়ানকে বলেছেন, ‘‘অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক সংলাপ শুরু হয়েছে।’’

‘‘রাশিয়ার অবস্থান কখনই শোনার চেষ্টা না করা জো বাইডেনের প্রশাসনের মতো নয়। বরং সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝা ও আমরা যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করি, সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত পরিষ্কার প্রচেষ্টা ছিল এই বৈঠকে।’’

তিনি বলেছেন, এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা একমত…আমরা পরস্পরকে আরও ভালোভাবে জানতে পারি… আমরা একে অপরকে এখন আরও ভালোভাবে বুঝতে পারি।

বৈঠকে অংশ নেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়োরি উশাকভ বৈঠকের বিষয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘‘খারাপ নয়, খারাপ নয়…। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠ হচ্ছে কি না তা বলা কঠিন। তবে আমরা এটিই আলোচনা করেছি…। আমরা যেসব বিষয়ে নিয়ে আলোচনায় তুলতে চেয়েছিলাম, সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’’

রুশ এই কর্মকর্তা বলেন, মস্কো এবং ওয়াশিংটন উভয়ই আগ্রহী হওয়ায় আমরা পরস্পরের স্বার্থের বিষয় বিবেচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে রাজি হয়েছি।

তবে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বিষয়ে উভয় দেশের পৃথক দল যথাসময়ে যোগাযোগ করবে বলেও জানিয়েছেন তিনি।
যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে ওই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনও শান্তিচুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনও চুক্তি মেনে নেব না।

বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন।

গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা আলোচনা শুরু করবেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com