শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩! গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ‎ সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবন মহিলা কলেজঃ সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার নন্দীগ্রামে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ সুন্দরবন মহিলা কলেজ: সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ হৃদয়ের সেঞ্চুরতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ যে বিশেষ কারণ হেনার সন্ধানে পর্দায় বাপ্পারাজ নদীর পাড়ে বেনারসি-আলতায় আবেদনময়ী জয়া

আ’লীগ কর্মীরা ক্ষমা চাইলে নির্বাচনের সুযোগ পেতে পারে: আসিফ মাহমুদ

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০
আ’লীগ কর্মীরা ক্ষমা চাইলে নির্বাচনের সুযোগ পেতে পারে: আসিফ মাহমুদ
আ’লীগ কর্মীরা ক্ষমা চাইলে নির্বাচনের সুযোগ পেতে পারে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যা বা অন্য কোনো অপরাধে অভিযুক্ত নন, তারা যদি ভুল বুঝে ক্ষমা চায় এবং বিচার মাথা পেতে নেয় তাহলে তারা নির্বাচন করার সুযোগ পেতে পারে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষদিনে এ মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। আর জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।

সারা দেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশে একটি বিশেষ পরিস্থিতি যাচ্ছে। আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই। তাদের দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা পালন করছেন। সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আজকের ডিসি সম্মেলনে আমরা সেগুলো শুনেছি এবং এগুলো এড্রেস করেছি।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিভাগীয় কমিশনারদের প্রত্যেকেই মূল দায়িত্বের বাইরে কিছু না কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। জেলা প্রশাসকদের অতিরিক্ত সময়ে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হচ্ছে। সমস্যাটা হলো, একজন অফিসার যখন নিজ দায়িত্বের বাইরে আরও দুই-তিনটা দায়িত্ব পালন করেন, তার পক্ষে কোনটাই যথাযথভাবে পালন করা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্বে নিয়ে আসা উচিত।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো সরকার নেয়নি। আশা করছি খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com