বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট মনিরুল ইসলাম (২০) নামের এক ডেকোরেটর শ্রমিক নিহত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি)বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারা যায়। সে শাহ বন্দেগী ইউনিয়নের উচড়ং গ্রামের দুলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৬ জানুয়ারি আন্দিকুমড়া এলাকায় ওয়াজ মাহফিলে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করার সময় ৩৩কেভি তারের স্পর্শে মনিরুল ইসলাম গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থা আজ সকালে সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।