শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩! গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ‎ সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুন্দরবন মহিলা কলেজঃ সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার নন্দীগ্রামে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ সুন্দরবন মহিলা কলেজ: সিনিয়র ১৩ জনকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় দৌড়ঝাঁপ হৃদয়ের সেঞ্চুরতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ যে বিশেষ কারণ হেনার সন্ধানে পর্দায় বাপ্পারাজ নদীর পাড়ে বেনারসি-আলতায় আবেদনময়ী জয়া

বাগেরহাটের রামপালে সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপাল উপজেলার একমাত্র মহিলাদের উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুন্দরবন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত থেকে ২ দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যাক্ষ শেখ খালিদ আহমেদ। সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দীকা মানি, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। এ সময় অত্র কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোক্তাদির হোসেনসহ শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবু্র রান, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ ক্যাম্পাসে দাড়িয়ে কৃষিবিদ শামীম তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশা শরীর চর্চা জরুরী। ক্রীড়া সাংস্কৃতিক চর্চা শরীর ও মনকে সুস্থ্য রাখে। জুলাই বিপ্লবের পরে দেশ রাহুর দশা থেকে মুক্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী খুনি হাসিনা বিদায় হয়েছে। তার দোষররা এখনও ঘাপটি মেরে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তিনি সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com